সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পূরণ হতে যাচ্ছে ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের স্বপ্ন

সোনালী ব্যাংকের মাধ্যমে দেশে অনলাইন আউটসোর্সিং খাতের সবচেয়ে জনপ্রিয় অর্থ আদান প্রদান মাধ্যম (পেমেন্ট প্রসেসর) পেপল আন্তজার্তিক লেনদেনের সুবিধা দিবে। এতে করে বিশ্বব্যাপী ফান্ড ও রেমিটেন্স ট্রান্সফার করতে পারবেন এর সেবাগ্রহীতারা। দেশের ফ্রিল্যান্স্যারদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।    সোমবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট পেপল সেবা চালুর জন্য  সোনালী ব্যাংককে অনুমোদন দিয়েছে।
সোনালী ব্যাংক সুত্র জানায়,  ইতোমধ্যে পেপলের সঙ্গে একটি চুক্তি হয়েছে। এখন সফটওয়্যারের উন্নয়ন এবং সমন্বয়টা বাকি রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশে এ সুবিধা চালু করার জন্য  ক্যালিফোর্নিয়াতে পেপলের ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তারা বাংলাদেশে সেবা চালুর বিষয়ে সম্মতি জানিয়েছেন। প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় কিছুদিন আগে আইসিটি বিভাগের একটি অনুষ্ঠানে বলেছিলেন, আমরা পেপলকে আনার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আরেকটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, পেপল পেতে হলে যেসব যোগ্যতা লাগে তার সবই বাংলাদেশের রয়েছে। এর আগে পেপলের সম্ভাব্য ব্যবসায় হাবগুলোর (বিজনেস ডেস্টিনেশন) তালিকায় বাংলাদেশের নাম ছিল না। দেশে বর্তমানে অনলাইন মার্চেন্ট পায়োনিয়ার, অ্যালার্টপে ও মানিবুকারস তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে বিশ্বের ১৯৩টি দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পেপল। প্রায় ১৪ কোটি ৭০ লাখ ব্যবহারকারী ২৬টি মুদ্রায় পেপলের মাধ্যমে অর্থ লেনদেন করছেন। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত পেপলকে ২০০২ সালে মার্কিন ই-কমার্স সাইট ই-বে কিনে নেয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাবনা আউটসোর্সিং সেন্টারের যাত্রা শুরু

পাবনা আউটসোর্সিং সেন্টার $$$$বৈদেশিক মুদ্রা অর্জন ও বেকার যুবসমাজের আত্নকর্মসংস্থানের লক্ষ্য নিয়ে পাবনায় আউটসোর্সিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ব্যক্তিকেন্দ্রীক বিচ্ছিন্নভাবে আউটসোর্সিং এর কাজ শুরু হলেও জেলায় প্রাতিষ্ঠানিকভাবে প্রথম আত্নপ্রকাশ করছে পাবনা আউটসোর্সিং সেন্টার। এ প্রতিষ্ঠানটি দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ছাড়াও জেলার বেকার যুবশক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে আত্নকর্মসংস্থানে বিশেষ ভুমিকা রাখবো বলে আমরা আশাবাদি।$$$ — feeling hopeful.

আউটসোর্সিং প্রশিক্ষণ - আউটসোর্সিং প্রশিক্ষণ

আপনি কী নিজেই নিজের বস হতে চান? আপনি কী চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থান করতে চান? আপনি কী বৈদেশিক মুদ্রা অর্জনের গর্বিত নাগরিক হতে চান? আপনি কী ঘরে বসেই প্রতি মাসে ৩০ হাজার থেকে লাখ টাকা আয় করতে চান? তাহলে আপনার জন্য আউটসোর্সিং প্রশিক্ষণের কোন বিকল্প নেই। পাবনায় প্রতিষ্ঠিত প্রথম আউটসোর্সিং প্রতিষ্ঠান হিসেবে আমরাই পারি প্রশিক্ষণের মাধ্যমে আপনার প্রত্যাশা পূরণের। এজন্য কম্পিউটার জানা আবশ্যক। প্রশিক্ষণ শেষে রয়েছে আমাদের প্রতিষ্ঠানে আকর্ষণীয় বেতনে চাকরির নিশ্চয়তা। মেয়েদের জন্য পৃথক প্রশিক্ষণের ব্যবস্থা। কোর্স ফি ৭ হাজার ৫শ টাকা। কোর্সের মেয়াদ দেড় মাস। তাহলে দেরি কেন? আমাদের ঠিকানা : পাবনা আউটসোর্সিং সেন্টার, ডা. কাজী হারুন অর রশিদ ভবন (৩য় তলা), সোনাপট্টি, পাবনা। অপারগতায়- ০১৭২০-২৪৬২৯১,০১৭৭৯-৭৭৮৯৯৮।